প্রচণ্ড ঠাণ্ডায় ফরজ গোসলের বিধান
পোস্ট সূচিপত্রঃ প্রচণ্ড ঠাণ্ডায় ফরজ গোসলের বিধান
রাতে স্বপ্নদোষ হলে এই শীতের সকালে গোসল সম্ভব নয়, এ ক্ষেত্রে নামাজ পড়তে চাইলে কী করা উচিত?
স্বপ্নদোষ হওয়া বড় নাপানির অন্তর্ভুক্ত। এ থেকে পবিত্রতার জন্য গোসল করা ফরজ। সুতরাং এমনটি ঘটলে প্রচণ্ড ঠাণ্ডার সময় পানি গরম করে গোসল করতে হবে। কিন্তু যদি এমন পরিস্থিতির মধ্যে থাকেন যে, সেখানে পানি গরমের কোন ব্যবস্থা নেই এবং ঠাণ্ডা পানিতে গোসলের কারণে অসুস্থ হওয়ার কিংবা রোগ-ব্যাধি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে তাহলে এক্ষেত্রে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করা জায়েজ। কিন্তু পানি গরমের ব্যবস্থা থাকলে তায়াম্মুম করা জায়েজ হবে না।
আল্লাহ তাআলা বলেন, فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُم "তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো" [সূরা তাগাবুন: ১৬]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, إِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ “যদি কোন বিষয়ে আদেশ করি তাহলে সাধ্য অনুসারে মেনে চল।” [সহীহ বুখারী]
হাদিসে আরও এসেছে, আমর ইবনুল আস রা. সূত্রে বর্ণিত। তিনি বলেন,
احتَلمتُ في ليلةٍ باردةٍ في غزوةِ ذاتِ السُّلاسلِ فأشفَقتُ إنِ اغتَسَلتُ أن أَهْلِكَ فتيمَّمتُ، ثمَّ صلَّيتُ بأصحابي الصُّبحَ فذَكَروا ذلِكَ للنَّبيِّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ فقالَ: يا عَمرو صلَّيتَ بأصحابِكَ وأنتَ جنُبٌ ؟ فأخبرتُهُ بالَّذي مَنعَني منَ الاغتِسالِ وقُلتُ إنِّي سَمِعْتُ اللَّهَ يقولُ:( وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا ) فضحِكَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ ولم يَقُلْ شيئًا
“যাতুস সালাসিল যুদ্ধের সময় এক প্রচণ্ড শীতের রাতে আমার স্বপ্নদোষ হয়। আমার ভয় হল, আমি যদি গোসল করি তাহলে ক্ষতিগ্রস্ত হবো। তাই আমি তায়াম্মুম করে লোকজনের সালাত আদায় করালাম। পরে তারা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জানালে তিনি জিজ্ঞেস বললেনে, হে আমর, তুমি নাকি জুনুবি (নাপাক) অবস্থায় তোমার সাথীদের নিয়ে সালাত আদায় করেছো? তখন আমি গোসল না করার কারণ সম্পর্কে তাঁকে বললাম, আমি আল্লাহর এই বাণী শুনেছি-
وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا "আর তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না। নিশ্চয় আল্লাহ সকলের প্রতি বড়ই দয়াবান" [সূরা নিসা: ২৯]। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং কিছুই বললেন না।" [আবু দাউদ-সহিহ]
শাইখ আব্দুল্লাহ বিন বায রাহ. বলেন, إذا كان في محل لا يستطيع فيه تدفئة الماء وليس هناك كن يستكن به للغسل بالماء الدافي وخاف على نفسه فإنه يصلي بالتيمم
"যদি সে এমন জায়গায় থাকে যেখানে পানি গরম করতে পারবে না এবং গরম পানি দিয়ে গোসল করার জন্য সেখানে কোন ঘর না থাকে, আর যেখানে আত্মরক্ষা করবে এবং (ঠাণ্ডা পানি ব্যবহার করলে) শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে তাকে তায়াম্মুম করে সালাত আদায় করবে। এতে তার কোনও আপত্তি নেই।"
SM TECHY এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url