বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান - বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান
বর্তমানে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন চাকরির ভাইভা পরীক্ষা, বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর আজকের এই পোস্টে দেওয়া হয়েছে। আশা করি এই প্রশ্নগুলো আপনার শিক্ষাজীবন থেকে শুরু করে নিয়ে চাকরি জীবন পর্যন্ত কাজে আসবে। আর বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর এই পোস্টের মধ্যে পেয়ে যাবেন।
বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান - বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান
- চির শান্তির শহর? উত্তর : রোম
- জাপানের বৃহত্তম দ্বীপ- উত্তর : হনসু
- ‘রয়টার্স’-এর প্রতিষ্ঠাতা কে? উত্তর : পল জুলিয়াস রয়টার
- দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানী? উত্তর : বন্দর সেরি বেগাওয়ান
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর : ১৯৪৫ সালে
- মুক্তার দেশ? উত্তর : কিউবা
- ইন্টারনেটের জনক কে? উত্তর : ভিনটন জি কার্ফ।
- WWW-এর জনক কে? উত্তর : টিম বার্নাস লি ।
- ই-মেইলের জনক কে? উত্তর : রে টমলিনসন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? উত্তর : ১৯৩৯ সালে
- ATM-এর জনক কে? উত্তর : জন শেফার্ড ব্যারন।
- সুমাত্রা দ্বীপ কোথায়? উত্তর : ভারত মহাসাগরে
- টুইটারের যাত্রা শুরু হয়? উত্তর : ২০০৬ সালে
- মার্কেটিংয়ের জনক কে? উত্তর : ফিলিপ কটলার
- এনাটমির জনক? উত্তর : আঁদ্রে ভেসালিয়াস
- ‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা? উত্তর : যুক্তরাজ্য
- আধুনিক শিক্ষার জনক? উত্তর : সক্রেটিস
- আধুনিক ল্যাপটপের জনক কে? উত্তর : বাল মেগারিজ।
- নিষিদ্ধ শহর বলা হয়? উত্তর : তিব্বতকে
- সর্বাধিক ভাষার দেশ কোনটি? উত্তর : পাপুয়া নিউগিনি
- ভাটির দেশ নামে পরিচিত- উত্তর : বাংলাদেশ
- জাপানের বৃহত্তম দ্বীপ- উত্তর : হনসু
- ‘রয়টার্স’-এর প্রতিষ্ঠাতা কে? উত্তর : পল জুলিয়াস রয়টার
- দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানী? উত্তর : বন্দর সেরি বেগাওয়ান
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর : ১৯৪৫ সালে
- বাংলাদেশের সাংবিধানিক নাম? উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
- নিশীথ সূর্যের দেশ হলো? উত্তর : নরওয়ে
- কত সালে আরব-ইসরায়েল যুদ্ধ হয়? উত্তর : ১৯৪৮ সালে
- পৃথিবীর ছাদ হলো? উত্তর : পামির মালভূমি
- শিকাগো শহরকে বলা হয়? উত্তর : বাতাসের শহর
- কোন শহরকে দক্ষিণের রানি বলা হয়? উত্তর : সিডনি
- প্রকৃতির কন্যা বলা হয়? উত্তর : সিলেটের জাফলংকে
- সাঙ্গু ভ্যালি কোথায়? উত্তর : চট্টগ্রামে
- মাইনমুখী ভ্যালি কোন জেলায়? উত্তর : রাঙামাটি জেলায়
- কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকা? উত্তর : ভেঙ্গি ভ্যালি
- জাফনা দ্বীপ কোথায়? উত্তর : শ্রীলঙ্কা
- বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে? উত্তর : শিল্পী কামরুল হাসান।
- দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে? উত্তর : ২০১১ সালে
- হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে ? উত্তর : পঞ্চগড়কে
- আধুনিক ফিন্যান্সের জনক কে? উত্তর : ড. ইউগেন ফামা।
- বাংলাদেশের আমাজান বলা হয়? উত্তর : সিলেটের রাতারগুল বনকে
- কোন গাছকে সূর্যকন্যা বলা হয়? উত্তর : তুলা গাছকে
- সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে? উত্তর : রাঙামাটিকে
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়? উত্তর : ১৯৮৮ সালে
- পৃথিবীর বৃহত্তম দ্বীপ? উত্তর : গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর : কালুরঘাট, চট্টগ্রাম।
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? উত্তর : এম আর আখতার মুকুল
- এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে? উত্তর : ২০১৫ সালে
- হিসাববিজ্ঞানের জনক কে? উত্তর : লুকা প্যাসিওলি
- ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে? উত্তর : ১১৭৬ সালে
- রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে? উত্তর : সাজেক ভ্যালিকে।
- সুয়েজ খাল জাতীয়করণ হয়? উত্তর : ১৯৫৬ সালে
- সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত কোথায়? উত্তর : দক্ষিণ আটলান্টিক মহাসাগরে
- বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে? উত্তর : ১৯৪১ সালে
- WWW মানে কী? উত্তর : World Wide Web
- বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানি বলা হয়? উত্তর : খাগড়াছড়ি
- বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় কখন? উত্তর : ১৯৬৯ সালে
- মালদ্বীপের দাপ্তরিক ভাষা কী? উত্তর : ধিবেহি
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে? উত্তর : সাতটি
- ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে? উত্তর : অ্যালেন গিনসবার্গ
- কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী? উত্তর : জর্জ হ্যারিসন।
- পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? উত্তর : বান্দরবান
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উত্তর : উ থান্ট।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন? উত্তর : রিচার্ড নিক্সন
- বাংলাদেশের ফুসফুস বলা হয়? উত্তর : সুন্দরবনকে
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর : ইন্দিরা গান্ধী।
- বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে? উত্তর : ২১ নভেম্বর।
- হোক্কাইডো দ্বীপটি কোথায়? উত্তর : জাপানে
- সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? উত্তর: প্রশান্ত মহাসাগরে।
- আবু মুসা দ্বীপ কোন সাগরে? উত্তর : পারস্য উপসাগরে
- ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনে সবচেয়ে বড়? উত্তর : মাদাগাস্কার
- ওকিনাওয়া দ্বীপ যে দেশের নিয়ন্ত্রণাধীন? উত্তর : জাপান
- ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে? উত্তর : ১৯৮২ সালে
- আগুনের দ্বীপ হলো? উত্তর : আইসল্যান্ড
- ‘ম্যাপল পাতার দেশ’ কোন দেশের উপনাম? উত্তর : কানাডা
- ‘সাত পাহাড়ের দেশ’ বলা হয় কোন দেশকে? উত্তর : রোম
- বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী হলেন? উত্তর : নিশাত মজুমদার
- পদ্মা নদীর উৎপত্তিস্থল হলো? উত্তর : গঙ্গোত্রী হিমবাহ
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে- উত্তর : ১৯২১ সালে
- BRICS-এর সদস্যগুলো হলো? উত্তর : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা
- বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে? উত্তর : ২০১৬ সালে
- ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে? উত্তর : স্ট্রম্বোলি
- গুগলের প্রতিষ্ঠাতা? উত্তর : ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।
- ‘বলিশিরা ভ্যালি’ কোন জেলায় অবস্থিত? উত্তর : মৌলভীবাজার জেলায়
- হালদা ভ্যালি কোথায় অবস্থিত? উত্তর : খাগড়াছড়ি।
- নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত? উত্তর : কক্সবাজার
- বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না? উত্তর : মালভূমি
- হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে ? উত্তর : পঞ্চগড়কে
- আধুনিক ফিন্যান্সের জনক কে? উত্তর : ড. ইউগেন ফামা।
- বাংলাদেশের আমাজান বলা হয়? উত্তর : সিলেটের রাতারগুল বনকে
- কোন গাছকে সূর্যকন্যা বলা হয়? উত্তর : তুলা গাছকে
- সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে? উত্তর : রাঙামাটিকে
- প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশের কোন জেলা? উত্তর : নারায়ণগঞ্জ
- বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়? উত্তর : চট্টগ্রামকে
- ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? উত্তর : সিলেট
- ১২ আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে? উত্তর : চট্টগ্রাম
- সার্চ ইঞ্জিনের জনক কে? উত্তর : অ্যালান এমটাজ।
- ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন কোনটি? উত্তর : ডট কম।
- বাংলাদেশে শীতল পানির ঝরনা অবস্থিত? উত্তর : কক্সবাজার
- গরম পানির ঝরনা অবস্থিত কোথায়? উত্তর : সীতাকুণ্ড
- বাংলার ভেনিস তথা বাংলার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা? উত্তর : বরিশাল
- বাংলাদেশের দ্বীপের রানি বলা হয়? উত্তর : ভোলা জেলাকে
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী? উত্তর : সংবিধান
- বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? উত্তর : পরিবর্তন সহজ নয় বলে।
- বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়) আছে? উত্তর : ১১টি।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? উত্তর : ১৫৩টি।
- মার্ক জাকারবার্গ ও তাঁর ৩ সহপাঠী কতসালে ফেসবুক প্রতিষ্ঠা করেন? উত্তর : ২০০৪ সালে
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হলেন? উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন? উত্তর : ইতালির নাগরিক।
বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
- বাঙ্গালি জাতির মুক্তির সনদ – ৬ দফা দাবি।
- ৬ দফা দাবি উথাপন করেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- ৬ দফা দাবি উথাপন করা হয় – ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি।
- ঊনসত্তরের গণ অব্যুথান হয় – ১৯৬৯ সালে।
- গণ অভ্যুথানে শহীদ হন – আসাদ, ড. শামসুজ্জোহা।
- আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল – ৩৫ জন।
- আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয় – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
- আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি হয় – ১৯৬৮ সালের ১৯ জুন।
- আগরতাল ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়া হয় – ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।
- শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় – ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
- আইয়ুব খান পদত্যাগ করেন – ১৯৬৯ সালের ২৫ মার্চ।
- কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭০ সালের ৭ ডিসেম্বর।
- কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে মোট ভোটার ছিল – ৫ কোটি ৬৪ লাখ।
- কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে – ১৬৭ টি ( ১৬৯ এর মধ্যে)।
- সামরিক শাসন জারি করা হয় – ১৯৫৮ সালের ৭ অক্টোবর।
- আইয়ুব খান ক্ষমতা দখল করেন – ১৯৫৮ সালের ২৭ অক্টোবর।
- মৌলিক গণতন্ত্র চালু করেন – আইয়ুব খান।
- আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয় – ১৯৬১ সালে।
- ছাত্র সমাজ ১৫ দফা কর্মসূচি ঘোষণা করে – ১৯৬২ সালে।
- প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর।
- প্রাদেশিক পরিষদ নির্বাচনে আ.লীগ আসন পায় – ২৮৮ টি ( ৩০০ এর মধ্যে)।
- পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন – আগা খান।
- পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অধিবেশন স্থগিত করা হয় – ১৯৭১ সালের ১ মার্চ।
- অসহযোগ আন্দোলনের ডাক দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয় – ১৯৭১ সালের ২ মার্চ।
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সময় পূর্ব পাকিস্তানে চলছিল – অসহযোগ আন্দোলন।
- জাতীয় পরিষদের অধিবেশন আহবান করা হয় – ১৯৭১ সালের ৩ মার্চ।
- পূর্ববাংলার স্বাধীনতার ঘোষণা দেয়া হয় – ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে।
- অপারেশন সার্চ লাইট চালানোর নীলনক্সা করা হয় – ১৯৭১ সালের ১৭ মার্চ।
- অপারেশন সার্চ লাইট চালানোর নীলনক্সা করেন – টিক্কা খান, রাও ফরমান আলী।
- অপারেশন সার্চ লাইট হলো – ১৯৭১ সালের ২৫ মার্চের বর্বরহত্যাকান্ড।
- বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন – ২৬ মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেসযোগে।
- বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় – ২৬ মার্চ প্রথম প্রহরে আনুমানিক রাত ১.৩০ মিনিটে।
- শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন – ২৬ মার্চ প্রথম প্রহরে ২৫ মার্চ রাত ১২ টার পর।
- বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি ছিল – ইংরেজিতে।
- উর্দুকে পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় – ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে।
- বাংলাকে উর্দু ও ইংরেজির পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান – ধীরেন্দ্রনাথ দত্ত ( ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি)।
- সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় – ১৯৪৮ সালের ২ মার্চ।
- বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয় যে তারিখকে – ১৯৪৮ সালে ১১ মার্চকে।
- চৌধুরী খালেকুজ্জামান পাকিস্তানের রাষ্ট্র ভাষা উর্দু করার দাবি করেন – ১৯৪৭ সালের ১৭ মে।
- মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দেন – ১৯৩৭ সালে।
- মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধীতা করেন – শেরে বাংলা এ.কে. ফজলুল হক।
- ব্রিটিশ শাসনের অবসান হয় – ১৯৪৭ সালের ১৪ আগষ্ট।
- চৌধুরী খালেকুজ্জামান এর প্রস্তাবের বিরোধীতা করেন – ড. মুহাম্মদ শহীদুল্লাহ এবং ড. এনামুল হক।
- ‘গণ আজাদী লীগ’ গঠিত হয় – ১৯৪৭ সালে কারুদ্দিন আহমদের নেতৃত্বে।
- গণ আজাদী লীগের দাবি ছিল – মাতৃভাষায় শিক্ষা দান।
- তমদ্দুন মজলিশ গঠিত হয় – ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর।
- তমদ্দুন মজলিশ গঠিত হয় – অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে।
- ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে – তমদ্দুন মজলিশ।
- পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ (বর্তমান ছাত্র লীগ) গঠিত হয় – ১৯৪৮ সালের ৪ জানুয়ারি।
- ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৪৮ সালের ১৫ মার্চ।
- ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় – মুখ্য মন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে।
- মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষার করার কথা ঘোষণা দেন – ১৯৪৮ সালের ২১ মার্চ।
- খাজা নাজিমুদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন- ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পল্টন ময়দানে।
- রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুন ভাবে গঠিত হয় – ১৯৫২ সালের ৩০ জানুয়ারি (আবদুল মতিন আহবায়ক)।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি – সকাল ১১ টায় সভা অনুষ্ঠিত হয়।
- ২১ ফেব্রুয়ারির সভা অনুষ্ঠিত হয় – ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়।
- ২১ ফেব্রুয়ারির সভায় সিদ্ধান্ত হয় – ১০ জন করে মিছিল করবে।
- শহীদ শফিউর মৃত্যুবরণ করেন – ১৯৫২ সালের ২২ফেব্রুয়ারি।
- প্রথম শহীদ মিনার নির্মান করা হয় – ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে।
- প্রথম শহীদ মিনার উদ্বোধন – ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি।
- প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন – ভাষা শহীদ শফিউরের পিতা।
- একুশে ফ্রব্রুয়ারির উপর প্রথম কবিতা লেখেন – চট্টগ্রামের কবি মাহবুব উল আলম।
- ভাষা আন্দোলনের প্রথম কবিতার নাম – কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।
- আলাউদ্দিন আল আজাদ রচনা করেন – স্মৃতির মিনার কবিতাটি।
- ভাষা আন্দোলনের গান – আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি ( আব্দুল গাফফার চৌধুরী)।
- আব্দুল লতিফ রচনা করেন – ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।
- মুনীর চৌধুরী ঢাকা জেলে বসে রচনা করেন – কবর নাটক।
- জহির রায়হান রচনা করেন – আরেক ফাল্গুন উপন্যাস।
- বাংলাকে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত করে – ১৯৫৬ সালে।
- বাঙ্গালীর পরিবর্তী সব আন্দোলনের প্রেরণা দিয়েছিল – ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
- শহীদ দিবস পালন শুরু হয় – ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে।
- শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – UNESCO
- ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।
- পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় – ১৯৪৯ সালের ২৩ জুন।
- পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের স্থান – ঢাকার রোজ গার্ডেন।
- পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সভাপতি ছিলেন – মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
- পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সাধারণ সম্পাদক ছিলেন – শামসুল হক ( টাঙ্গাইল)।
- পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যুগ্ন সম্পাদক ছিলেন – শেখ মুজিবুর রহমান।
- ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ ছিল – আওয়ামী লীগের।
- পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরন করা হয় – ১৯৫৫ সালে।
- যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় – ১৯৫৩ সালের ১৪ নভেম্বর।
- যুক্তফ্রন্ট গঠিত হয় – ৪ টি দল নিয়ে।
- যুক্তফ্রন্টের ইশতেহার ছিল – ২১ টা।
- প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৫৪ সালের মার্চে।
- পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন ছিল – ২৩৭ টি।
- যুক্তফ্রন্ট আসন লাভ করে – ২২৩ টি।
- ২১ দফার প্রথম দফা ছিল – বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।
- যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন – এ.কে ফজলুল হক (১৯৫৪ সালের ৩ এপ্রিল)।
- যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল – ৫৬ দিন।
- যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে – ১৯৫৪ সালের ৩০ মে।
- যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন – গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ।
- যুক্তফ্রন্ট সরকারের বরখাস্তের ইস্যু ছিল – আদমজি ও কর্ণফুলি কাগজ কলে বাঙ্গালিঅবাঙ্গা \ লি দাঙ্গা।
- বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয় – ইপিআর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে।
- বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে প্রচার করেন – ২৬ মার্চ দুপুর ও সন্ধ্যায় এম, এ, হান্নান।
- মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন – ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে।
- বাঙ্গালী পাকিস্তানের শাসনের অধীনে ছিল- ২৪ বছর।
- মেহেরপুর জেলার অন্তর্গত – বৈদ্যনাথ তলা এবং আম্রকানন।
- বৈদ্যনাথ তলার বর্তমান নাম – মুজিবনগর।
- মুজিবনগর সরকার গঠিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল।
- বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল।
- মুজিবনগর সরকার শপথ গ্রহন করে – ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
- মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- মুজিব নগর সরকারের উপরাষ্ট্রপতি – সৈয়দ নজরুল ইসলাম।
- মুজিব নগর সরকারের প্রধান মন্ত্রী – তাজ উদ্দীন আহমেদ।
- মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী – এম. মনসুর আহমদ।
- ভারত পাকিস্তান যুদ্ধ হয় – ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর।
- ভারত পাকিস্তান যুদ্ধ চলে – ১৭ দিন।
- পৃথিবীতে ভাষা রয়েছে – ৬০০০ এর বেশি।
বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি ? উত্তরঃ পঞ্চগড়
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কোনটি? উত্তরঃ কক্সবাজার
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি? উত্তর বান্দরবান
- বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা কোনটি? উত্তরঃ নবাবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
- বাংলাদেশের সর্ব উত্তরের থানা কোনটি? উত্তরঃ তেঁতুলিয়া
- বাংলাদেশের সর্ব দক্ষিণের থানা কোনটি? উত্তরঃ টেকনাফ
- বাংলাদেশের পূর্বের থানা কোনটি? উত্তরঃ থানচি
- বাংলাদেশের পশ্চিমের থানা কোনটি? উত্তরঃ শিবগঞ্জ
- বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কোনটি? উত্তরঃ বাংলাবান্দা
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান কোনটি? উত্তরঃ ছেঁড়া দ্বীপ
- বাংলাদেশের সর্ব পূর্বের স্থান কোনটি ? উত্তরঃ আখান ইঠং
- বাংলাদেশের সর্ব পশ্চিমে কোন স্থান অবস্থিত? উত্তরঃ মনাকশা
- বাংলাদেশের উত্তর-পূর্ব কোণের থানা কোনটি? উত্তরঃ জকিগঞ্জ
- বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের থানা কোনটি? উত্তরঃ টেকনাফ
- আয়তনে বাংলাদেশের বড় বিভাগ কোনটি? উত্তর চট্টগ্রাম বিভাগ (৩৩ হাজার ৭৭১ কিলোমিটার)
- আয়তনে বাংলাদেশের ছোট বিভাগ কোনটি? উত্তরঃ ময়মনসিংহ বিভাগ (১০৫৮৪ বর্গ কিলোমিটার)
- জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? উত্তরঃ ঢাকা বিভাগ।
- জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? উত্তরঃ বরিশাল বিভাগ।
- আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি? উত্তরঃ রাঙ্গামাটি (৬,১১৬ বর্গ কি.মি.)
- আয়তনে বাংলাদেশের ছোট জেলা কোনটি? উত্তরঃ মেহেরপুর (৭১৬ বর্গ কি. মি.)
- আয়তনে বাংলাদেশের বড় থানা কোনটি ? উত্তরঃ শ্যামনগর (সাতক্ষীরা)
- আয়তনে বাংলাদেশের ছোট থানা কোনটি? উত্তরঃ ওয়ারি, ঢাকা
- আয়তনে বাংলাদেশের বড় উপজেলা কোনটি? উত্তরঃ শ্যামনগর (সাতক্ষীরা)
- আয়তনে বাংলাদেশের ছোট উপজেলা কোনটি? উত্তরঃ বন্দর থানা (নারায়ণগঞ্জ)
- জনসংখ্যায় বাংলাদেশের বড় জেলা কোনটি? উত্তরঃ ঢাকা
- জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলা কোনটি? উত্তরঃ বান্দরবান
- জনসংখ্যায় বাংলাদেশের বড় থানা কোনটি? উত্তরঃ গাজীপুর সদর, গাজীপুর
- জনসংখ্যায় বাংলাদেশের ছোট থানা কোনটি ? উত্তরঃ বিমানবন্দর, ঢাকা
- জনসংখ্যায় বাংলাদেশের বড় উপজেলা কোনটি? উত্তরঃ গাজীপুর সদর, গাজীপুর
- জনসংখ্যায় বাংলাদেশের ছোট উপজেলা কোনটি? উত্তরঃ থানচি, বান্দরবান
- আয়তনে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইউনিয়ন কোনটি? উত্তরঃ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন (আয়তম ১৬৮৭.৩৯ বর্গ কিলোমিটার)
- আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? উত্তরঃকক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন (আয়তন-২ বর্গ কিলোমিটার)
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান কোনটি ? উত্তরঃ ছেঁড়াদ্বীপ (যদি ছেঁড়াদ্বীপ না থাকে তাহলে সেন্টমার্টিন হবে)
- বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন কোনটি? উত্তরঃ সেন্টমার্টিন।
- বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ কিলোমিটার।
- বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাধের দূরত্ব কত? উত্তরঃ ১৬.৫ কিলোমিটার বা ১১ মাইল।
- এক নটিক্যাল মাইল কত কিলোমিটার? উত্তরঃ ১.৮৫৩ কিলোমিটার
- ভারতের ভেতরে বাংলাদেশের কতটি ছিট মহল রয়েছে- উত্তরঃ ৫১ ছিটমহল
- বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল রয়েছে- উত্তরঃ ১১১টি ছিটমহল।
- ভারতের অধিকাংশ ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? উত্তরঃ লালমনিরহাট (৫৯টি)
- ভারতের ছিট মহল গুলো বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ছিল/? উত্তর: লালমনিরহাট (৫৯ টি) পঞ্চগড়(৩৬টি) টি কুড়িগ্রাম (১২টি) ও নীলফামারী (৪টি)
- দহগ্রাম আঙ্গরপোতা ছিট মহল বাংলাদেশের কোন জেলায় ও থানায় অবস্থিত? উত্তরঃ লালমনিরহাট জেলা ও পাটগ্রাম থানায়ইয়
- দহগ্রাম ছিটমহলের আয়তন কত? উত্তরঃ ৩৫ বর্গমাইল।
- বেডু বাড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? উত্তরঃ পঞ্চগড় জেলায়।
- দহগ্রাম ও আঙ্গরপোতা ছিট মহলের সাথে যোগাযোগের জন্য কত বিঘা করিডোর ব্যবহার করা হয়? উত্তরঃ ৩ বিঘা করিডোর
- ভারত কবে বাংলাদেশের জন্য তিন বিঘা করিডোর খুলে দেয়? উত্তরঃ ২৬ জুন, ১৯৯২ সালে।
- ভারত কবে বহুল প্রতীক্ষিত তিনবিঘা করিডোর পূর্ণাঙ্গভাবে বা ২৪ ঘন্টার জন্য বাংলাদেশের জন্য খুলে দেয়? উত্তরঃ ৮ সেপ্টেম্বর ২০২১১ সালে
- তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? উত্তরঃ তিস্তা নদীর তীরে।
এখানে বর্ণিত প্রায় অধিকাংশ প্রশ্নের উত্তর বিভিন্ন ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে। অনেক বড় বড় ওয়েবসাইট রয়েছে যেগুলোতে অনেক অথোরিটিক প্রশ্নের উত্তর দেওয়া হয় সেই সকল ওয়েবসাইটকে ফলো করে, এই সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যদি আমাদের কোন প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
SM TECHY এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url